সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

কালিয়াকৈরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর ডিগ্রী কলেজ গত ৬০ বছরের আগে নামকরণ করা হয়েছে। কিন্তু গত কয়েকদিন আগে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করে কালিয়াকৈর সরকারি কলেজ করা হয়েছে।

এরই প্রতিবাদে রবিবার সকালে বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈর ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এ সময় প্রায় আধাঘন্টা টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন কালিয়াকৈর ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় বক্তারা বলেন, কালিয়াকৈর ডিগ্রী কলেজ বিগত ৬০ বছরের আগের নাম করা হয়েছে কিন্তু গত কয়েকদিন আগে চন্দ্র জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের নাম পরিবর্তন করে কালিয়াকৈর সরকারি কলেজ করা হয়েছে। একই উপজেলায় দুইটি নাম হতে পারে না। কালিয়াকৈর সরকারি কলেজ নামটি বাতিল করে অন্য নামে করার জন্য দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com