বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৪ অপরাহ্ন

কালিয়াকৈরে শিক্ষাঙ্গনে অশ্লীল যাত্রাপালা

কালিয়াকৈরে শিক্ষাঙ্গনে অশ্লীল যাত্রাপালা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে তিনদিন ব্যাপী অশ্লীল যাত্রাপালা চলছে।

শনিবার (০১ ফেব্রুয়ারি) উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ যাত্রাপালা হচ্ছে এমনি তথ্য পাওয়া যায়।

এলাকাবাসীর তথ্যে জানা গেছে, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে রোববার (রঙ্গিল রূপবান) ভোরে এ যাত্রাপালা সমাপ্ত ঘোষণা করা হবে বলে জানা গেছে। ওই যাত্রাপালায় রাতভর অশ্লীল নিত্য, গান-বাজনা, শিশুদের জন্য চকরি খেলাসহ একাধিক স্টল রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের কার্যকলাপ চালিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের।

মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, যাত্রাপালা হচ্ছে আমি শুনেছি। আমি যায়নি। গতবার করতে চেয়েছিল আমি সরকারিভাবে বাধা দিয়েছি। যার ফলে আমাকে দাওয়াত দেয়নি।

কালিয়াকৈরে শিক্ষাঙ্গনে অশ্লীল যাত্রাপালা

গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি রাসেল জানান, গতবার করার জন্য চেয়েছিল আমি বাধা দিয়েছি। এবার কমিটিতে আমি নেই যাত্রা হচ্ছে আমি শুনেছি।

গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইতি আক্তারকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা সহকারী (এটিও) পুষ্প আক্তার তিনি মধ্যপাড়া স্কুল ক্লাস্টারের দায়িত্বরত তিনি জানান, যাত্রাপালা হচ্ছে বিষয়টি আমার জানা নেই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন জানান, বিষয়টি আমার জানা নেই। জেনে ব্যবস্থা নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com