বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: ভিবিএল আবাসন প্রকল্প কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী।
শুক্রবার সকালে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার বহেড়াতলী এলাকায় এ মানববন্ধন করেন। এতে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ-বৃদ্ধা সহ পাচঁ শতাধিক গ্রামবাসী এ মানববন্ধনে অংশ নেন।
এর আগে ওই আঞ্চলিক সড়ক অবরোধ করে মিথ্যা মামলা অবিলম্ভে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ভুক্তভোগী পরিবার ও গ্রামবাসী। এতে ওই সড়কের যানচলাচল আধা ঘন্টা বন্ধ থাকে। সঠিক তদন্ত করে দোষিদের আইনের আওতার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, শামসুল আলম, তোফাজ্জল হোসেন, শাহিন মিয়া, জবান আলী, তোফাজ্জল হোসেন মাস্টার, জুলেখা বেগম, নুসরাত জাহান, আব্দুল আলীম সহ অনেকেই।