বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

কালিয়াকৈরে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈরে মাদক কারবারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কারবারি ও মাদক সেবনকারী আরিফ ও মানিকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (৮ মে) সকালে উপজেলার গোয়ালবাথান এলাকায় খাড়াজোড়া-গোয়ালবাতান একটি আঞ্চলিক সড়কে প্রায় দুই শতাধিক গ্রামবাসী মানববন্ধনে অংশ নেন।

জানা গেছে, আরিফ ও মানিক দীর্ঘদিন ধরে গোয়ালবাতান ও উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। গত ৫ আগস্টের পর থেকে ওই এলাকায় ব্যবসা প্রতিষ্ঠান, চাঁদাবাজি, বাড়ি ভাংচুর সহ বিভিন্ন অপকর্মের দায়ে থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। পরে আরিফ ও মানিককে অবিলম্বে গ্রেফতারের দাবিতে একটি আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। সন্ত্রাস,মাদককারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে গ্রামবাসী।

এসময় বক্তব্য রাখেন, মকবুল হোসেন, মিদুল মিয়া, শাহিন আলম, সাইফুল ইসলাম ,মেহেদী হাসান, মারফত আলী মাতাব্বর সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com