বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন

কালিয়াকৈরে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরে কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের মাঠে মঙ্গলবার সন্ধ্যায় সালনা হাইওয়ে থানার আয়োজনে গাড়ীর মালিক, চালক, হেলপার ও ভাসমান দোকানদারকে নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সালনা হাইওয়ে থানার ওসি মোঃ ফিরোজ হোসেন, সালনা হাইওয়ে থানার (এসআই) আশরাফুল ইসলাম, এএসআই শাহ আলম, গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন চন্দ্রা শাখা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়ন চন্দ্রা শাখা দপ্তর সম্পাদক আসলাম সিকদার, মেহেদী হাসান, সজিব হোসেন সহ স্থানীয় নেতাকর্মীরা।

সালনা হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন জানান, মহাসড়কে পাশে ফুটপাত ইজারাদার দেওয়া হয়নি। রাস্তার উপর ও ফুটপাতে কোন দোকান পাট বসানো যাবে না। মানুষ চলাচলের জন্য রাস্তা দখল মুক্ত রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com