বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাথালিয়া বিট অফিসের দুইটি ভবন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বন বিভাগের কর্মকর্তারা ঝুঁকিতে বসবাস করছেন।
সরজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার শিমুলিয়া এলাকায় জাথালিয়া অফিসের দুইটি ভুবন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের দেওয়ালে দেখা গেছে বড় বড় ফাটল। বন বিভাগের লোকজন ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছেন। এমতাবস্থায় যে কোনো সময় হতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
কাচিঘাটার ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গণপূর্ত মন্ত্রণালয় অনুমোদন পেলে অতি তাড়াতাড়ি নতুন ভবন কাজ শুরু হবে।