বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানের কর্মসূচির অংশ হিসেবে প্রথমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দেশ এবং জাতির কল্যাণে মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপি’র সহ-সভাপতি শামসুল আলম সরকার।
কালিয়াকৈর পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং গাজীপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কালিয়াকৈর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।