বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান নেতৃত্বে মঙ্গলবার সকালে পহেলা বৈশাখ উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে বের হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার এলাকায় পথসভার মধ্যে দিয়ে শোভাযাত্রীটি সমাপ্ত ঘোষণা করেন নেতাকর্মী।
এসময় নেতাকর্মীরা বক্তব্য বলেন, সতের বছর পুলিশ ও ফ্যাসিবাদী সরকার গ্রাম বাংলার মানুষকে প্রাণ খুলে পহেলা বৈশাখ উদযাপন করতে দেয়নি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় এ বছর মন প্রাণ খুলে সকল ধর্ম বর্ণের মানুষ পহেলা বৈশাখ উদযাপন করতে পেরে খুশি।