বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

কালিয়াকৈরে বনে অবৈধ স্থাপনায় চাঁদা দাবীর অভিযোগ, নারীসহ দু-দালালকে বেঁধে নির্যাতন

কালিয়াকৈরে বনে অবৈধ স্থাপনায় চাঁদা দাবীর অভিযোগ, নারীসহ দু-দালালকে বেঁধে নির্যাতন

আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে জাথালিয়া বিট অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের টাকা দিয়ে দেদারছে বনের জমি জবর-দখলের পর নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। আর এ সুযোগে ভয় দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করেন স্থানীয় দালাল চক্রের সদস্যরাও। শনিবার সকালে বনের জমিতে অবৈধ স্থাপনার ছবি তুলে চাঁদা দাবীর অভিযোগে নারীসহ দু-দালালকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে ৯৯৯-এ ফোনে ওই দুই দালালকে উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী, অবৈধ দখলদার ও বনবিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জ অফিসের জাথালিয়া বিট অফিসের আওতায় বনবিভাগের জমি জবর-দখল করে দেদারচ্ছে নির্মাণ করা হচ্ছে অবৈধ স্থাপনা। স্থানীয় বন অফিসে টাকা-পয়সা দিয়ে তাদের সঙ্গে যোগসাজসে এসব অবৈধ স্থাপনা নির্মাণসহ গাছ পাঁচার করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। এ সুযোগে দীর্ঘদিন ধরে বাশাকৈর এলাকার মনোয়ারা বেগম, মোশারফ হোসেনসহ বেশ কিছু স্থানীয় বিট অফিসের দালাল ভয় দেখিয়ে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও গাছ পাঁচারকারীদের কাছ থেকে বিভিন্ন সময় টাকা আদায় করে আসছিলেন। আর টাকা না দিলে ছবি তুলে বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেন এসব দালালরা।

এছাড়াও দালালদের স্বার্থ হাসিল না হলে বনকর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধেও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ম্যাসেজ পাঠান তারা। টাকা না পেলে এভাবে কৌশলে অবৈধ স্থাপনা নির্মাণকারী ও বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি করার ব্যবস্থা করেন এসব দালালরা। ফলে এসব দালালদের বিরুদ্ধে ক্ষিপ্ত হন অবৈধ স্থাপনা নিমার্ণকারীসহ বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা। সম্প্রতি ওই বন অফিসের বিভিন্ন এলাকায় দেদারচ্ছে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় বনের দালাল মনোয়ার ও মোশারফ পাশের শিমুলিয়া এলাকার ওয়াসিম মিয়ার অবৈধ স্থাপনার ছবি তুলেন। এসব ছবি তুলে ভয় দেখিয়ে ওই দুই দালাল অবৈধ স্থাপনা নির্মাণকারীদের কাছে ৪০ থেকে ৫০ হাজার টাকা দাবি করে বলে অভিযোগ উঠে। টাকা দিতে অস্বীকার করলে ঘর ভেঙ্গে দেওয়ার হুমকিসহ নানা ভয়ভীতি দেখান দালাল মনোয়ারা ও মোশারফ। এতে ক্ষিপ্ত হয়ে ওই দালাল দুইজনকে আটক করে গাছের সাথে বেঁধে নির্যাতন করেন অবৈধ স্থাপনা নির্মাণকারীসহ এলাকাবাসী। পরে ৯৯৯-এ ফোন পেয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনর্চাজ এসআই মিজানুর রহমান তার ফোর্স নিয়ে বেলা ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে আটককৃত ওই দুজনকে উদ্ধার করে কালিয়াকৈর থানায় নিয়ে যান। পরে অবৈধ স্থাপনা নির্মাণকারীরা ওই চাদাঁবাজদের বিচারের দাবিতে থানার ভেতরে অবস্থান নিলে তাদের বুঝিয়ে শান্ত করে পুলিশ। এ ঘটনায় দুপুরে ওয়াসিম নামে এক ব্যক্তি বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে জাথালিয়া বিট কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) শরিফ খান চৌধুরী জানান, ওই ঘটনা শুনে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়াও অফিসে যোগাযোগ করে বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। এ ক্ষেত্রে যদি অফিসের কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, ৯৯৯-এ ফোনে খবর পেয়ে ওই দুজনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com