সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে সোহাগ এগ্রো লিমিটেড কারখানার নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করার অভিযোগ উঠেছে।
রোববার (২২ জুন) রাত দেড়টার দিকে উপজেলার পাঁচলক্ষি এলাকায় ওই কারখানায় এ ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ জুন) দুপুরে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচলক্ষী এলাকায় রোববার রাত দেড়টার দিকে সোহাগ এগ্রো লিমিটেড কারখানার সীমানায় তারের বেষ্টনী কেটে ১৫-২০ জনের ডাকাত দলের সদস্যরা ভিতরে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে একটি কক্ষ থেকে বিদ্যুতের ট্রান্সফর্মার ও বিদ্যুতের তার, ল্যাপটপ, কম্পিউটার দুটি, ইলেকট্রিক ডিভাইস, সিসি ক্যামেরা, চাউল মাপার স্কেলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন ছুটে আসলে ততক্ষণে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থল থেকে মালামাল নিয়ে পালিয়ে যায়। এতে কমপক্ষে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট হয় বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
কালিয়াকৈরে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ডাকাতি
এগ্রো কারখানার ম্যানেজার রাইসুল ইসলাম রিপন জানান, পনেরো থেকে বিশ জনের ডাকাত দলের সদস্যরা ভিতরে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত-পা বেঁধে ফেলে। এরপর কারখানার ভিতরের মালামাল লুট করে নিয়ে যায়।
সোহাগ এগ্রো কারখানার মালিক আব্দুল জলিল জানান, ডাকাতের ঘটনা নিশ্চিত করেছেন। তবে এখনো অভিযোগ করা হয়নি। অভিযোগে প্রক্রিয়াধীন রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন তদন্ত চলছে তদন্তের পরে জানা যাবে কত লক্ষ টাকার মালামাল লুট হয়েছে। তবে এই বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি।