বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকা থেকে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলা পাইক পাড়া এলাকার মৃত আবু সাইদের ছেলে মেহেদী হাসান (৩২) একই এলাকার আঃ রশিদের ছেলে আরিফ হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই করে আসছে। গতকাল রাতে চুরি হওয়া মোবাইল আই এম ই আই এনালাইজ করে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর আরিফ হোসেনকে আটক করে। এই ছিনতাইকারী দল উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে থাকে।
কালিয়াকৈর থানার (এএসআই) ইমরান হোসেন জানান, দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। থানার মামলার প্রক্রিয়াধীন রয়েছে।