শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর মারকাযুল হুফফজা ইসলামিয়া মাদরাসার ছাত্র শরিফুল ইসলাম টানা ১৬ ঘন্টা দাঁড়িয়ে কুরআন পড়ে শেষ করেছেন।
মাদরাসা সুত্রে জানা গেছে, উপজেলার কালামপুর এলাকার বুধবার রাত ৭টায় মারকাযুল হুফফজা ইসলামিয়া মাদরাসার ছাত্র শরিফুল ইসলাম টানা ১৬ ঘন্টা দাঁড়িয়ে কুরআন শরীফ পড়ে শেষ করেছে। সে ময়মনসিংহ জেলার নান্দাইল থানা বাহাদুর এলাকায় হেলাল উদ্দিনের ছেলে। সে দুই বছর আগে ওই মাদরাসার হেফজখানায় ভর্তি হয়ে পড়াশোনা শুরু করেন। ১৬ ঘন্টা দাঁড়িয়ে কুরআন শরীফ পড়ে মাদরাসার সকল ছাত্রকে তাক লাগিয়ে দিয়েছে।
কালামপুর মারকাযুল হুফফজা ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মুহাম্মদ এমদাদুলহক জানান, শরিফুল ইসলাম ১৬ ঘন্টা কুরআন শরিফ পড়ে আমাদের মাদরাসা সকল ছাত্রদের তাক লাগিয়ে দিয়েছে। তার মঙ্গল কামনা করছি।