বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুর জেলা বিএনপির নতুন আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে কালিয়াকৈর পৌর বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় এ আনন্দ শোভাযাত্রা করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌচাক ইউনিয়ন পরিষদের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজ উদ্দিন আহমেদ, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারন সম্পাদক জুলফিকার জনি, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল বারেক সরকার, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার, কালিয়াকৈর পৌর ছাত্র দলের যুগ্ম আহবায়ক মনির হোসেন বাবু সহ বিএনপির অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা।