বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৩৩ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লতিফপুর এলাকায় শুক্রবার সকালে দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় অসহায় ও দরিদ্রদের মাঝে ১০০০ লুঙ্গি ও ১০০০ শাড়ি কাপড় প্রদান করা হয়।
দোয়া ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।
দোয়া ও বস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ও সাবেক মেয়র মজিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শেলী, সাবেক পৌর বিএনপির সহ-সভাপতি ও প্যানেল মেয়র শামসুল আলম সরকার, গাজীপুর জেলা জাসাসের আহবায়ক ফকির এরশাদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।