সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় সোমবার দুপুরে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ হেলাল উদ্দিন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক আ ন ম ইব্রাহিম খলিল, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শামসুজ্জামান শিপলু বকসী।
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আলী হোসেন, গাজীপুর জেলার স্বেচ্ছাসেবক দলের ১ নং সহ সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, গাজীপুর জেলার ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, আক্তার হোসেন মোজাম্মেল হোসেন, আরিফ মেম্বার সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে অসহায় দরিদ্রদের মাঝে ৫০০ শাড়ি কাপড় ৩শত লুঙ্গি বিতরণ করেন।