সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাক স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ এলাকায় রবিবার সকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শেলী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান। গাজীপুরের ছাত্রদলের সভাপতি সম্রাট ভূঁইয়া, কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, গাজীপুর জেলা সহ সাংগঠনিক সম্পাদক মোকলেছুর রহমান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হাসনাত মোহাম্মদ রায়হান,বাদশা মিয়া, শাহ আলম মন্ডল, হেলাল উদ্দিন প্রমুখ।