বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
কালিয়াকৈর প্রতিনিধি::
গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘ ১৭ বছর পর উপজেলা ও পৌর শাখার জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার বিএনপির গুলশান কার্যালয় কেন্দ্রীয় যুবদল ও গাজীপুর জেলা যুবদলের যৌথসভায় এ সিদ্ধান্ত হয়।
গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির ও সাধারণ সম্পাদক মাসুদ রানা কমিটির অনুমোদন দেন। উপজেলা যুবদলের কমিটিতে আহবায়ক মোঃ তপন খান ও মোঃ রফিকুল ইসলাম রফিককে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি এবং মোঃ জয়নাল আবেদীনকে আহ্বায়ক মোঃ আমজাদ হোসেনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট যুবদলের পৌর শাখার কমিটি গঠিত হয়েছে।
গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির কমিটির গঠনের বিষয়টি নিশ্চিত করেন।