সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থায় কর্মসূচি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
মঙ্গলবার (২৪ জুন) সকালে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কালিয়াকৈর উপজেলা শাখার স্বাস্থ্য সহকারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি পালন করে৷
স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোট ৪০ জন অবস্থান কর্মসূচি পালন করছেন৷ তারা কাজকর্ম করলেও কোন ধরনের রিপোর্টিং করছেন না৷ তাদের দাবি না মানা পর্যন্ত এ কার্যক্রম অব্যহত রাখার ঘোষণা দিয়েছেন।
এসময় বক্তব্য রাখেন, আবুল কাশেম, তাসলিমা আক্তার, নাজমা সুলতানা, জুয়েল উদ্দিন, নাছির উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীরা।
আন্দোলনকারী স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের সমমর্যাদার বিভিন্ন দফতরের কর্মচারী নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন। অথচ নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে। এজন্য নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং-এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে।আমাদের সমপর্যায়ে বিভিন্ন দফতরের কর্মচারীদের দেখে স্বাস্থ্য সহকারীদের মাঝে বৈষম্যের বীজ দানা বেঁধেছে। এটা স্বাস্থ্য সহকারীগণের জন্য লজ্জাজনক একটি বিষয়। এজন্য আমাদের দাবিগুলো দ্রুত মেনে নিতে হবে।