বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট মুক্ত রাখতে মতবিনিময় সভা

কালিয়াকৈরে ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট মুক্ত রাখতে মতবিনিময় সভা

আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় নাওজোড় হাইওয়ে পুলিশের আয়োজনে বুধবার দুপুরে পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে মহাসড়কে যানজট ও নিরাপত্তা রাখার লক্ষ্যে পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক মিনার উদ্দিন। মতবিনিমেষ বিনিময় সভা মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহনের শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।

এসময় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা ট্রাক মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক হযরত আলী মিলন, রিয়াজ উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কিরন মাহমুদ, গাজীপুর জেলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক দেওয়ান জসিম উদ্দিন অন্যান্যরা।

নাওজোড় হাইওয়ে থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com