শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে কালামপুর এলাকায় আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কালামপুর পাকারমাথা এলাকার সোমবার রাত ৮টার সময় রিফাতের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট প্রায় আধা ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসেন। ততক্ষণে আগুনের লেলিহান মুহূর্তের মধ্যে পাশে থাকা দোকান আব্দুল আজিজ, হাসান, হালিম, অঞ্জন বেপারী, শাওয়ান সহ ছয়টি দোকান আগুনে পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনের খবর পেয়ে পৌরসভার মেয়র মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন ধরার কারণ জানা যায়নি।