বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুত জোড়াপাম্প এলাকায় আগুনে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারের মাঝে বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে ত্রান বিতরন করেছেন জামায়াতে ইসলাম।
পৌর ৭নং ওর্য়াড জামায়াতে ইসলামের আমির মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ত্রান বিতরন অনুষ্টানে এসময় বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামের ওলামা ও প্রশাসন মোঃ মোস্তফা কামাল, ৭নং ওর্য়াড জামায়াতে ইসলামের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, পরিষদ সদস্য হাজী মো: আব্দুর ওহাব,সফিজ উদ্দিন আহমদ, মোঃ সালাউদ্দিন হাওলাদার,ইমরান হোসেন প্রমুখ।
এসময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুনে ক্ষতিগ্রস্থ ২০টি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও সয়াবিন তৈলসহ খাদ্য সামগ্রী বিতরন করেন।
৭নং ওর্য়াড জামায়াতে ইসলামের আমির শফিকুল ইসলাম বলেন, জামায়াতে ইসলাম ক্ষমতায় আসুক বা না আসুক সাধারন মানুষের পাশে থেকে আমরা সেবা করে যাবো।আমরা জামায়াতের কর্মীরা নিজ তহবিল থেকেই এই ত্রান বিতরন করেছি। গরীব অসহায় মানুষের পাশে জামায়াতে ইসলাম সব সময় পাশে আছে।