বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় বুধবার বিকালে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি ঝুটের গোডাউন।
এদিকে মঙ্গলবার রাতে পৃথক আরেকটি অগ্নিকান্ডে পুড়ে গেছে আরো দুইটি টিনশেড কক্ষ। এতে পৃথক দুইটি অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ লোকজন জানান।
ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত ঝুটের গোডাউনের মালিকরা জানান, বিকেল পাঁচটার দিকে প্রথমে আলতাফ হোসেনের গোডাউনে আগুন লাগে। এসময় স্থানীয়রা ও গোডাউনের শ্রমিকরা আগুন নিভাতে ব্যর্থ হলে আগুনের তীব্রতা বেড়ে যায়। এসময় আগুনের ধোয়া ও আগুন পাশের ইমরান মিয়া ও হাফিজুর রহমানের ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াাকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট খবর দেওয়া হয়। কোনাবাড়ী মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গোডাউন মালিক হাফিজুর রহমান বলেন, বিকেল পাঁচটার দিকে হটাৎ করেই আলতাফ ভাইয়ের গোডাউনে আগুন লাগে। পরে আমাদের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। আমার গোডাউনে থাকা সুতা পরিত্যক্ত ঝুটসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই আগুনে আমাদের নিঃস্ব করে দিয়েছে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, তিনটি ঝুটের গোডাউনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর ২ ইউনিট ও কোনাবাড়ী ২ ইউনিট চারটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
অপরদিকে, সফিপুর পশ্চিম পাড়া একতা ভবন (পুকুর পাড়) এলাকায় মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বাড়ীর দুইটি সেমিপাকা কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে দুইটি কক্ষে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর কর্মকর্তা ইফতেখার খান রায়হান হোসেন চৌধুরী বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলতে পারা যাচ্ছে না।