বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

কালবৈশাখী ঝড়ে দেয়ালচাপায় কিশোরীর মৃত্যু

দিনাজপুর  প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়ালচাপায় এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের শওকত আলীর মেয়ে উম্মে কুলসুম (১৩)। স্থানীয়রা জানায়, রাতের খাবার শেষ করে ঘরে ঘুমাতে যায় কুলসুম। তখন হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের টিন উড়ে গিয়ে দেয়াল ধসে কুলসুমে গায়ে পড়ে। সে ঘটনাস্থলেই মারা যায়। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com