রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

কালকিনিতে স্কুল ছাত্র হত্যার প্রতিবাদে সহপাঠিদের মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি:: এসএসসি পরিক্ষার্থী মোঃ জহিরুল ইসলাম (১৬)কে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্কুলসহ পাঠিরা।

গত শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার সমিতিরহাট আবা খালেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপি মানববন্ধন করে।

শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহন করেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জন সাধারন। শিক্ষার্থীদের হাতে প্লেকার্ডে জহিরুলের খুনিদের গ্রেফতার, শাস্তির দাবি ও তাদের নিরাপত্তার কথা জানান। মানববন্ধনকারীরা বলেন, আজ ৪দিন হয়ে গেলো এখন পর্যন্ত হত্যাকান্ডে জরিত কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দ্রুত অপরাধিদের আইনের আওতায় আনার আহবান জানাই।

উল্লেখ্য, গত বুধবার দিবাগত রাতে ওই শিক্ষার্থীকে তার বসতঘরে ঢুকে গলাকেটে হত্যা করে দূর্বৃত্তরা। পরে নিহতের ভাই শাহীন সরদার বাদি হয়ে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ ব্যাপারে কালকিনি থানা অফিসার ইনর্চাজ (ওসি) ইসতিয়াক আসফাক বলেন, আমরা কাজ চালিয়ে যাচ্ছি, দ্রুত হত্যার রহস্য বের হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com