রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন
মাদারীপুর প্রতিনিধি॥ কালকিনিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু। আজ শনিবার সকালে উপজেলা হাসপাতাল চত্তরে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পেইন শুরু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আল বিধান মোহাম্মাদ সানাউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা চেয়ারম্যান, জনাব তৌফিকুজ্জামান শাহিন, বিশেষ অতিথি ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার প্রমথ রঞ্জন ঘটক, পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, আরএমও ডাঃ রেজাউল করিম, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আজ সারা দিন এ ক্যাম্পেইন চলবে এবং আগামি চার দিন গ্রামে গ্রামে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। আমাদের কারজেন বাচ্চা বাদ না পরে সে দিকে খেয়াল রাখতে হবে।
উক্ত অনুষ্ঠানে আর ছিলেন ডাঃ ইকরাম হোসেন, ডাঃ শিমুল চন্দ্র, রাকিবুজ্জামান, ডাঃ গৌরব চন্দ্র, ডাঃ মল্লিকা সাহা, ডাঃ জিয়া উদ্দিন প্রমুখ।