বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

কালকিনিতে নৌকার নির্বাচনী পথ সভায় হামলা আহত ১০

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউপি নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদারের পথ সভায় অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে শতাধীক মোটরসাইকেল ভাংচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় সরকারী ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার (৬ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে কয়ারিয়া ইউনিয়নের তালতলা বাজারে নৌকার পথ সভা চলাকালীন স্বতন্ত্র প্রার্থীর লোকেরা এসে হট্রগোল শুরু করে। এতে বাধা দিলে তারা অতর্কিত হামলা চালিয়ে ১০জনকে আহত করেন এবং শতাধীক মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গুরুতর আহত হন নাঈম জমাদার (২৭), ফাইজুল ইসলাম (৩২), বি.এম জুবায়ের (২৬), তাহের (৪৫) ও সিয়ান মাহমুদ সহ ১০ জন। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় পুরো ইউনিয়নে থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভিযুক্ত কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লা সাংবাদিকদের বলেন, আমরা ভোট চাইতে গেলে আমাদের উপর হামলা করেন তারা। নৌকার চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জমাদার বলেন, কামরুল হাসান নুর মোহাম্মদ মোল্লা তার দলবল নিয়ে আমার পথ সভায় হামলা করে আমার লোকদের রক্তাক্ত করে এবং শতাধীক মোটরসাইকেল ভাঙচুর করে আমি এর বিচার চাই।

কালকিনি থানার ওসি মোঃ ইশতিয়াক আসফাক রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com