বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন

কালকিনিতে ছাত্রলীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর, উপজেলা আ’লীগের প্রতিবাদ সভা

মাদারীপুর প্রতিনিধি:: মাদারীপুরের কালকিনিতে ছাত্রলীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপের জের ধরে ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আ’লীগ, ছাত্রলীগের নেতাকর্মি সহ কয়েকজন আহত হন। পরক্ষনে উপজেলা আ’লীগ প্রতিবাদ সভা করেন।

গতকাল বুধবার (৩১ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটে।

প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে কালকিনি উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার বিকেলে আ’লীগ অফিসে ১৫ই আগষ্টের জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে আ’লীগ অফিস চত্তর থেকে একটি শোক র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা জনস্বাস্থ্য অফিসের সামনে আসলে হটাৎ করে মিছিলের উপর ইটপাটকেল আসতে থাকে এতে করে মিছিলের কয়েকজন আহত হন। এ সময় অন্য সভার কর্মিদের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনার পরপর উপজেলা ছাত্রলীগ প্রতিবাদ সভার আয়োজন করে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলাকারিদের শাস্তির দাবি করেন। এ সময় সভার চেয়ার ও প্যান্ডেল ভাংচুর হয়। হামলায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক লিয়াকত হোসেন লিটনের ডান হাত গুরুতর আহত হয়। তাকে কালকিনি সরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ও উপজেলা ছাত্রলীগের আরো কয়েকজন বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

প্রতিবাদ সভায় অংশ গ্রহন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ. যুগ্ন সাধারন সম্পাদক সরদার লোকমান হোসেন, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক লিয়াকত হোসেন লিটন, উপজেলা আ’লীগের সভাপতি বদিউজ্জামান বাকামিন সহ উপজেলা আ’লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মিরা। কালকিনি থানা অফিসার ইনচার্জ ইসতিয়াক আসফাক রাসেল জানান, পরিস্থিতি শান্ত আছে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com