রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
মাদারীপু প্রতিনিধি॥ “সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি” স্লোগানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কালকিনি প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে অফিসার ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভুমি কালকিনি প্রমথ রঞ্জন ঘটক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, বিষেম অতিথি ছিলেন পৌর মেয়র এনায়েত হোসেন, আরো ছিলেন র্গালস স্কুল সভাপতি আবদুর রহমান, নিজাম উদ্দিন ঢালী সভাপতি শিক্ষক সমিতি, ইসরাত জাহান রিক্তা মহিলা সম্পাদিকা, বক্তারা বলেন, আজকের আধুনিক দুনিয়াতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার হলেও সমস্ত দুনিয়ার মানুষ আজও শিক্ষার আলো গ্রহণ করতে পারেনি। এমনকি নিজের পরিচয়ও লিখতে পারে না লাখ লাখ মানুষ। তাদের সাক্ষরতা দানের উদ্দেশ্যে ইউনেস্কো ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ১৯৭২ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে। সবার ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশের সাক্ষরতার হার শতভাগে উন্নীত করে দেশের প্রতিটি নাগরিককে মানবসম্পদে পরিণত করা এখন সময়ের দাবি। সবাই মিলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতামুক্ত ‘সোনার বাংলা’ গড়ে তোলার আহ্বান জানানো হয় সভায়।