শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে বাবুল (৫০) নামে সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাবুল জেলার কসবা উপজেলার বায়েক গ্রামের মালেক মিয়ার ছেলে। তিনি চুরি ও প্রতারণার দুটি মামলায় পাঁচ বছর করে সাজাপ্রাপ্ত হয়ে ২০১৯ সালের ২৭ নভেম্বর থেকে কারাভোগ করছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক ইনজামামুল হক সিয়াম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ করে কারাগারে অচেতন হয়ে পড়েন বাবুল। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে কুমিল্লায় নেওয়ার পথে মারা যান বাবুল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, বাবুল আগে থেকেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে কুমিল্লা নেওয়ার পথে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com