বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে ও ধোলাইখালের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৮ মে) সকালে পৃথক দুটি আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি, তবে ক্ষয়-ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে সকাল সাড়ে দশটার দিকে আগুন লাগে। পাঁচটি ইউনিট সেখানে ঘণ্টা খানেকের বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ছিল।
এদিকে কারওয়ান বাজারে লা-ভিঞ্চি হোটেলের জেনারেটর রুমে আগুন লেগেছিল। সকাল ১০টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে যায়। হোটেলের পাশে তাদের নিজস্ব টিনশেড জেনারেটর রুমে আগুন লেগেছিল। ফায়ারের ছয়টি ইউনিটের চেষ্টায় ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।