সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:০২ অপরাহ্ন
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের ভিতর থেকে ৩শ ২ পিচ ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় জীবন ও জামিরুল ইসলাম নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
শনিবার (১২ জুলাই) সকাল ৬টায় উপজেলার বক্তারপুর এলাকা থেকে ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদক ব্যবসায়ীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া ফায়ার সার্ভিস এলাকা থেকে একটি আঞ্চলিক সড়ক দিয়ে কাভার্ডভ্যানযোগে মৌচাকের দিকে মাদক নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার এসআই রেজাউল এর নেতৃত্বে পুলিশ সদস্যরা বক্তারপুর এলাকায় অবস্থান করে। এসময় ওই কাভার্ডভ্যান পৌঁছালে তার গতিরোধ করে। পরে কাভার্ডভ্যানের ভিতর থেকে ৩শ ২ পিচ ফেনসিডিলসহ জীবন ও জামিরুল ইসলাম নামে দুই মাদক কারবারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসময় কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। যাহার নাম্বার ঢাকা মেট্রো -ন ২৩-১০৫৫। শনিবার দুপুরে ওই দুই মাদক কারবারীকে মাদক মামলায় গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি দুজনকে মাদক মামলায় গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।