মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

কাবাডিতে মালয়েশিয়াকে নাস্তানাবুদ করে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকমঃ ২০ মার্চ রবিবার শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ-গ্রুপের ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের দল। বাংলাদেশ শুরু থেকে দুর্দান্ত খেলেছে।  বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। স্বাগতিকদের পথ অনুসরন করে শেষ চারে নাম লিখিয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিধর দেশ শ্রীলঙ্কাও। দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে মালয়েশিয়াকে নাস্তানাবুদ করে বাংলাদেশের বড় জয়।

দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। রোববার শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে পাঁচটি লোনাসহ ৫৬-২১ পয়েন্টে হারিয়েছে লাল সবুজের দলটি। প্রথমার্ধ্বে ২টি লোনাসহ ২৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের রাজিব আহমদে। বাংলাদেশের টানা দ্বিতীয় জয়ের বিপরীতে মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার। নিজেদের প্রথম ম্যাচে শনিবার ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারায় বাংলাদেশ। আর শ্রীলংকার কাছে ৫৩-২৬ পয়েন্টে হেরেছে মালয়েশিয়া।

দুই দলের শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান পাঁচ এবং মালয়েশিয়ার ১৪। অতীতে মালয়েশিয়ার বিপক্ষে চারবারের মোকাবেলায় সবগুলোতেই জিতেছিল স্বাগতিকরা। ২০০২ সালে দক্ষিণ কোরিয়ার বুশানে এশিয়ান গেমসে ৪৬-৭ পয়েন্টে জিতেছিল বাংলাদেশ। কিন্তু কাবাডির ম্যাটে রবিবার স্বাগতিকদের ভালোই চ্যালেঞ্জ জানায় মালয়েশিয়া। পয়েন্ট ছিনিয়ে নেয়ার সঙ্গে জিয়া-স্টাফদের আটকে লড়াইয়ের ইঙ্গিত দেয় সাজালি-ইসকান্দাররা। শুরুতে স্নায়ুর চাপে ভোগা তুহিন তরফদাররা ধীরে ধীরে ছন্দে ফেরে। একে একে পাঁচবার মালয়েশিয়ান খেলোয়াড়দের অলআউট করে তারা। ঘুরে দাঁড়াতে মরিয়া মালয়েশিয়া ব্যাক ব্যাক টু বাংলাদেশের দুই খেলোয়াড়কে আউট করে লোনা পাওয়ার সম্ভাবনা জাগায়। রেইডার তুহিন তরফদার দারুণ স্কিল দেখিয়ে পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন অনেকবার।

কম যাননি আরদুজ্জামান মুন্সিও। একাই দুই খেলোয়াড়কে আউট করেন তিনি। তাতে পঞ্চম লোনা পায় বাংলাদেশ। প্রথমার্ধ্বের চেয়ে দ্বিতীয়ার্ধ্বে বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন দারুণ ছন্দে। এই অর্ধ্বে বাংলাদেশের ৩০ পয়েন্টের বিপরীতে শ্রীলংকা পায় মাত্র ৭ পয়েন্ট। পয়েন্টের ব্যবধানই বলে দিচ্ছে শিরোপা ধরে রাখতে কতটা মরিয়া তুহিন তরফদাররা। এদিকে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪৪-১৯ পয়েন্টে জিতে এ-গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কাও। আর টানা দুই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও মালয়েশিয়া।

ম্যাচ সেরা রেইডার মো. রাজিব বলেন, ‘সামনেই চীনে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য আমরা ট্রেনিং করছি। এই টুর্নামেন্টের পরে তো আমরা বড় একটা সময় পাব। তার ভেতরে আরো ভালো ট্রেনিং করার সুযোগ হবে।’ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীলঙ্কাকার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট
আগামীকাল ২১ মার্চ ২০২২ ইং তারিখের খেলা
* নেপাল বনাম ইরাক, বিকাল ৫টা ৩০ মিনিট
* কেনিয়া বনাম ইন্দোনেশিয়া, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
* বাংলাদেশ বনাম শ্রীলংকা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
টি-স্পোর্টস সরাসরি তিনটি ম্যাচ সম্প্রচার করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com