মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন

কাবাডিতে ইরাক ইতিহাস গড়লো নেপালকে হারিয়ে

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ সোমবার ২১ মার্চ শহিদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ইরাক ১টি লোনাসহ ৩৩-৩২ পয়েন্টে নেপালকে হারিয়ে দিয়েছে। দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। দক্ষিণ এশিয়ার কাবাডি খেলুড়ে দেশ নেপালকে নাটকীয়ভাবে হারিয়ে ইতিহাসও রচনা করল তারা। যদিও প্রথমার্ধে ১৬-১৪ পয়েন্টে এগিয়ে ছিল নেপাল।
৩-৩, ৫-৫ পয়েন্টে প্রতিদ্বন্দ্বীতার পর এক সময় ১০-৯ পয়েন্টে এগিয়ে যায় ইরাক। দ্বিতীয়ার্ধে ২০-১৮ এগিয়ে থাকে মধ্যপ্রাচ্যের দেশটি। উত্তেজনার পারদ তর তর করে বাড়তে থাকে। কোর্টে ঢুকে পড়েন নেপালের কোচ পার্বতী রাই। ফলে গ্রীণ কার্ড দেখিয়ে তাকে সতর্ক করে দেন রেফারি। ম্যাচের শেষ দিকে পয়েন্টের ব্যবধান দাঁড়ায় ৩২-৩০। শেষ মিনিটে ৩২-৩২ পয়েন্টে থাকার পর ইরাকের শেষ রেইডার এক পয়েন্ট এনে দিলে ৩৩-৩২ ব্যবধানে দক্ষিণ এশিয়ার অন্যতম জায়ান্ট ৭ নম্বর র‌্যাংকিংয়ে থাকা নেপালকে হারিয়ে নিজ দেশের পক্ষে ইতিহাস তৈরী করে ১১ নম্বর র‌্যাংকিংধারী ইরাক। ম্যাচ সেরা নির্বাচিত হন ইরাকের বালবুল হাসান ফায়েজ। ১০ হাজার টাকা ও ক্রেস্ট বালবুল হাসান ফায়েজের হাতে তুলে দেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা বেগম ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স অ্যান্ড ইন্টেলিজেন্স) মাহবুবুর রহমান, পিপিএম (বার)।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com