শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

কান চলচ্চিত্র উৎসবে বিচারক দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক:: কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে মূল প্রতিযোগিতা শাখায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে আয়োজকরা এই তথ্য জানিয়েছে।

এবারের মূল প্রতিযোগিতা শাখায় বিচারকদের প্রধান থাকছেন ফরাসি অভিনেতা ভানসেন্ত লান্দন। তার নেতৃত্বে বিচারকের দায়িত্ব পালন করবেন আটজন। বাকিরা হলেন ব্রিটিশ অভিনেত্রী-নির্মাতা রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপেস, ইতালিয়ান অভিনেত্রী-নির্মাতা জাজমিন ত্রিঙ্কা, ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ের পরিচালক ইওয়াকিম ত্রিয়ের।

আগামী ১৭ মে থেকে শুরু হতে যাওয়া ৭৫তম কানে মূল প্রতিযোগিতা শাখায় নির্বাচিত হয়েছে ২১টি ছবি। আগামী ২৮ মে কানের সমাপনী আয়োজনে স্বর্ণপাম জয়ী ছবির নাম ঘোষণা করবেন ভানসেন্ত লান্দন। অনুষ্ঠানটি সরাসরি দেখাবে ফ্রান্স টেলিভিশনস এবং ব্রুট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com