রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: অল্প সময়ের মধ্যে ভারতীয় সিনেমায় নিজের অবস্থান পোক্ত করেছেন ম্রুনাল ঠাকুর। ২০১৮ সাল থেকে বলিউডে কাজ করছেন তিনি। আর গত বছর তার অভিষেক হয় তেলুগু ইন্ডাস্ট্রিতে। ‘সিতা রামাম’ দিয়ে জয় করেছেন বিপুল দর্শকের মন।
এবার আরও একটি ক্ষেত্রে অভিষেক হচ্ছে ম্রুনালের। সেটা কোনও সিনেমা ইন্ডাস্ট্রি নয়, সিনে বিশ্বের সবচেয়ে বড় উৎসব। কান চলচ্চিত্র উৎসব।
মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় পর্দা উঠছে এই বিখ্যাত উৎসবের।
এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত তিনি। বললেন, ‘প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছি, এটা ভেবেই আমি রোমাঞ্চিত। এরকম একটা সম্মানজনক উৎসবে অংশ নিতে পারা আমার জন্য গর্বের ব্যাপার। বিখ্যাত নির্মাতাদের সঙ্গে কথা বলবো, নতুন নতুন সুযোগ খুঁজে পাবো এবং ভারতীয় সিনেমার প্রতিভা তুলে ধরার চেষ্টা করবো।’
জানা গেছে, ‘গ্রে গুজ’ নামের একটি ভদকা ব্র্যান্ডের দূত হয়ে কান সৈকতে হাজির হবেন ম্রুনাল ঠাকুর। তিনি ছাড়াও এবার ভারতের অনেক তারকা এই উৎসবে অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন আনুশকা শর্মা, সারা আলি খান, মানুষী ছিল্লার, এশা গুপ্তা, ঐশ্বরিয়া রাই বচ্চন, অদিতি রাও হায়দারিসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০১৯ সালের সিনেমা ‘সুপার ৩০’ দিয়ে নজরে আসেন ম্রুনাল ঠাকুর। এরপর শহিদ কাপুরের সঙ্গে ‘জার্সি’তে অভিনয় করে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেন। বর্তমানে তার হাতে ‘পূজা মেরি জান’, ‘পিপ্পা’, ‘লাস্ট স্টোরিজ ২’সহ বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে।
সূত্র: বলিউড হাঙ্গামা