মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
রূপগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ম্যাক্স সুয়েটার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সম্মিলিত পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন।
২০০৩ সালে তিনি বিজিএমইএ’র সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের কো-চেয়ারম্যান আবুল কালাম।
গত ৭ অক্টোবর সোমবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এক মতবিনিময় সভায় বিজিএমইএ’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী রেদওয়ান আহম্মেদ এ ঘোষণা দেন।
বীর মুক্তিযোদ্ধা কাজী মনিজ্জামানের বাড়ি রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণ রূপসী গ্রামে। তিনি ২০০৮ ও ২০১৮ সালে বিএনপির মনোনীত হয়ে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য পদে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করেছেন।