সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
সামাদ খান, ফরিদপুর জেলা প্রতিনিধি:: ফরিদপুরের মধুখালীতে কাজী ফরিদা সিরাজ উচ্চ বিদ্যানিকেতনে ৩দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ সম্পন্ন হয়েছে।
মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানে ১০ ফেব্রুয়ারী হতে ১২ ফেব্রুয়ারী ৩দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ বিভিন্ন ইভেন্টে ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে সম্পন্ন হয়েছে।
সাংস্কৃতি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব কাজী সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: রেজাউল হক বকু, কাজী ফরিদা সিরাজ, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, কাজী শাহারিনা হক কবিতা, বোয়ালমারী কৃষক লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জান রুকু ও কাজী সজলসহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী ফরিদা সিরাজ উচ্চ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মুহাম্মাদ এনামুল হক বাবুল। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিগণ।