মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন

কাজী নজরুলের নার্গিস হবেন স্পর্শিয়া

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘কাজী নজরুল ইসলাম’। গণমাধ্যমে এসেছে, আবদুল আলিমের পরিচালনায় এই ছবিতে বিদ্রোহী কবির চরিত্রে অভিনয় করবেন ভারতের কিঞ্জল নন্দ । আর তাঁর স্ত্রী নার্গিসের চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া ।

গতকাল স্পর্শিয়া বলেন, ‘আমার সঙ্গে পরিচালকের কথা হয়েছে ।
আনুষ্ঠানিক ঘোষণা আসবে পরে । আপাতত আমার পক্ষ থেকে কিছু নিয়ে কথা বলা নিষেধ আছে ।’ জানা গেছে, প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করবেন ভারতের ইশা সাহা ।

কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে অভিনেতা কিঞ্জল বলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন ।
তিনি বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি । কবির জীবন পড়ছি । নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে । বাকিটা পরিচালকের হাতে ।

সিনেমাটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন আবদুল আলিম । এটি তার অভিষেক সিনেমা । এর চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com