বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

কাঁচপুরে মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ: যানজট নিরসনে অভিযান অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক ॥
ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০-০৯-২০২৫) সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানে সড়কের পাশের প্রায় এক হাজার অবৈধ দোকানপাট ও স্থাপনা ভেঙে দেওয়া হয়। এতে এই এলাকার যানজট সমস্যার কিছুটা সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. শাহ-আলম এবং সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা।

ইউএনও ফারজানা রহমান জানান, দীর্ঘদিন ধরে এই মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও স্থাপনার কারণে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গিয়েছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে।

এই উচ্ছেদ অভিযানের ফলে মহাসড়কে চলাচলকারী যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, প্রশাসন এই অভিযান অব্যাহত রেখে মহাসড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com