বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি॥ ঠাকুরগাঁওয়ে কলাবৌ শ্নানের মধ্য দিয়ে ও নানা আয়োজনে হিন্দু ধর্মের মহাসপ্তমীর পূজা শুরু হয়।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও টাংগন নদীতে কলাবৌ শ্নানের মধ্য দিয়ে শুরু হয় এই মহাসপ্তমী। পরে মন্ডপে গণেশের পাশে কলাবৌ বসিয়ে এই সপ্তমীর পূজা আরচনা শুরু করা হয়।
এসময় ঢাক ঢোল, কাঁসা ও শঙ্খের আওয়াজ আর উলু ধ্বনিতে মুখরিত হয় প্রতিটি পুজা মন্ডপে। মন্ডপে মন্ডপে সনাতন ধর্মালম্বীদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পরে। এরপরে দুপুরে মন্ডপগুলোতে অঞ্চলি শেষে সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।