বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
মো তৌহিদুল ইসলাম , কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়ায় সড়কগুলো জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।পৌর মেয়ার বলছেন,ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পৌরসভা কলাপাড়া।দেশ উন্নয়নে ভাসছে। এছাড়া কলাপাড়া উপজেলার উন্নয়নের মডেল হিসেবে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর,পর্যটন কেন্দ্র কুয়াকাটাসহ স্মাট বাংলাদেশ। বিভিন্ন উন্নয়নের জোয়ারে ভাসছে কলাপাড়া।
উন্নয়নের কোন কমতি নেই। কিন্তু কলাপাড়া পৌরসভার প্রধান সড়কসহ বিভিন্ন সড়কগুলোর অবস্থা নাজুক।কলাপাড়া প্রধান সড়কটি দীর্ঘদিন যাবত মেরামতের অভাবে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। যেখানে সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয়ে হাটুসমান জলাবদ্ধতা। আর রৌদ্রের সময় ধুলাবালিতে দুপাশের দোকানপাট একাকার হয়ে যায়। ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লাগেনি কলাপাড়া পৌরসভায়। ফলে সামনে বর্ষা মৌসুম নতুন করে ভোগান্তির আশংকা করেছেন পৌরবাসী।
জানা গেছে, প্রধান সড়কের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল বেপারীর মার্কেট থেকে শুরু করে ফেরীঘাট পর্যন্ত, ঘুর্নিঝড় অফিসের দক্ষিন পাশ থেকে ২নং ওয়ার্ড কাউন্সিল মোঃ হুমায়ুন কবির এর বাসভবন,উপজেলা সড়কের পশ্চিম পাশ হয়ে আওয়ামী লীগ কার্যালয়ে অয়েল মিল সড়ক সবুজবাগে সাবেক সাংসাদ আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন এর বাসার পশ্চিম পাশ থেকে প্রধান সড়ক, বর্তমান সফল মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদার বাসার পুর্ব পাশ দিয়ে শান্তিবাগের প্রবাসী মোঃ আবদুল বারেক মিয়ার বাসা পর্যন্ত, বাদুরতলী স্লুইস থেকে উত্তর দিকে বাদুরতলী জামে মসজিদ পর্যন্ত, চৌপাড়া বাজার থেকে বিনোদ ভেন্ডার বাড়ী পর্যন্ত সড়কগুলো জনসাধারনের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে।
তবে বর্তমান সফল মেয়র বাবু বিপুল চন্দ্র হাওলাদার এর প্রচেষ্টায় কলাপাড়া অভ্যন্তরীন নতুন বাজার সড়ক,রহমতপুর সড়ক,চিংগুড়িয়া সড়ক, মাদ্রাসা সড়ক সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। কলাপাড়া পৌরসভায় আয়তন ৩.৭৫ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ২২ হাজার ৩৮০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৯৪৪ জন,মহিলা ভোটার৯ হাজার ৮৩৮ জন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, কলাপাড়া পৌরসভার সকল সড়কের বেহাল অবস্থা। প্রধান সড়কের অবস্হা নাজুক। দীর্ঘদিন যাবত এ সড়কের মেরামতের কাজ বন্ধ থাকায় জনসাধারনের চলাচলে দারুন ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। স্হানীয় ব্যবসায়ীও বাসিন্দা আরিফুর রহমান বলেন, প্রধান সড়কের মেরামতের কাজ শুরু করে অজ্ঞাত কারণে কাজ বন্ধ রয়েছে।ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে অসুস্হা রোগী নিয়ে রিকশা- ভ্যানে হাসপাতালে পৌছাবার আগেই প্রান হানির ঘটনা ঘটনা ঘটার আশংকা প্রকাশ করেছেন অভিজ্ঞ মহল।
ব্যবসায়ী ছদ্ম নাম মজিবুর রহমান বলেন, কিছু দিন আগে সড়কটির সংস্কার করার কাজ শুরু হয়ে অজ্ঞাত কারনে বন্ধ হয়ে গেলো বুঝে উঠতে পারেনি। পৌর সভার সড়কে বেহাল দশা,ড্রেনেজ ব্যবস্হাকিছুটা উন্নয়ন হলেও নাগরিক সুবিধা তেমন নেই। বিশেষ করে শশক নিধন কার্যক্রম এখানে নেই বললেই চলে । পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা ও নিয়মিত কাজ করচ্ছে না। রাস্তায় ময়লা আবর্জনা সঠিকভাবে পরিচন্ন না করায়মশক উপদ্রব্য বাড়ছে।কলাপাড়া প্রেসক্লাবের সামনে ভুমি অফিসের পরিত্যক্ত জাগায় ময়লার স্তুপ রয়েছে। এতে জনসাধারণের স্বাস্হ্যের ক্ষতি ও রোগ জীবাণু ছড়াচ্ছে।
পৌরসভার বিভিন্ন বাসাবাড়ী মহল্লায় খোলা পায়খানা ব্যবহার করায় মশা মাছির উপদ্রব বৃদ্ধি পাচ্ছে।স্হানীয়রা বলছেন,বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানে ভারী যানবাহন চলাচল করে, এ কারনে সড়কটি দিয়ে। এতে সড়কটি ভেঙ্গেচোরে একাকার হয়ে গেছে। ধুলাবালিতে ব্যবসায়ীদের দোকানপাট সহ মালামাল নষ্ট হয়ে যায়। তবে পৌরসভার অভ্যন্তরীন সড়ক কিছুটা চলাচলের উপযোগি রয়েছে।