বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে কৃষকদের মানববন্ধন

কলাপাড়া প্রতিনিধি:: কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের অন্তত ৫ গ্রামের কৃষক শুক্রবার (৯ জুন) বিকাল ৩টার দিকে এলেমপুর গ্রামের খালের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেছে।

মানববন্ধনে কৃষকদের বক্তৃতায় তাদের দুঃখ দুর্দশা ও অসহায়ত্বের কথা তুলে ধরেন, তারা বলেন এই খালটি সরকার থেকে ইজারা না হলেও এলাকার ও বহিরাগত কিছু প্রভাবশালী লোকেরা খালটি অবৈধভাবে দখল করে আছে। দখল করে তারা চিংড়ি মাছ চাষের জন্য লবণ পানি ঢুকিয়ে মাছ চাষ করছেন। ফলে কৃষকরা ফসল ফলানো, ধানের বীজ থেকে শুরু করে কোন ধরনের চাষাবাদ করতে পারছেন না বলে জানান। এখন আমরা উপজেলা নির্বাহী অফিসার ও কলাপাড়া থানা পুলিশ এবং কলাপাড়া উপজেলা কৃষি অফিসার স্যারদের সমন্বয়ে আমরা কিভাবে খালটির দখলমুক্ত পেয়ে আমাদের কৃষিকাজ করতে পারি, তার জন্য তাদের কাছে জোর অনুরোধ জানাচ্ছি।

এদিকে কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগ করলে সে একুশের কণ্ঠকে জানান, আমি আপনার মাধ্যমে জানলাম, আমি বিষয়টি তদন্ত করে তাৎক্ষণিক ব্যবস্থা নিব, যাতে কৃষকরা ভালোভাবে কৃষি কাজ করতে পারে, তার ব্যবস্থা করে দিব। অবৈধ খাল দখলদার যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে উচ্ছেদ করে খালটি উন্মুক্ত করে দিব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com