মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:০৬ অপরাহ্ন
মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া – কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : কলাপাড়ার ২ হাজার শীতার্ত পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শীতবস্ত্র বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি।
শুক্রবার সকাল ১০ টায় কলাপাড়া বঙ্গবন্ধু কলোনি ও পৌরসভা প্রাঙ্গনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, যুগ্নু-সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম, প্যানেল মেয়র হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক ইউসুফ আলীসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিতরণ শেষে প্রতিমন্ত্রী মহিববুর রহমান মহিব,এমপি একান্ত সাক্ষাৎকারে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল মত নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি শীতার্ত মানুষের কাছে তার একজন সেবক হিসেবে শীতবস্ত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছি।