বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

কলাপাড়ায় পানিতে পড়ে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া প্রতিনিধিঃ কলাপাড়া উপজেলার বাদুরতলী ৯ নং ওয়ার্ড কলাপাড়া পৌরসভায়, আজ দুপুর একটার দিকে নতুন খনন করা পুকুরে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। নিহতরা হলেন মোঃ সোহেল হোসেনের ছেলে মোঃ রুমান (৮), তার কন্যা শারমিন(৬), ও তার ছোট ভাই মোঃ রুবেল হোসেন এর কন্যা মরিয়ম (৮), দুই ভাইয়ের তিন সন্তানের মৃত্যুতে শোকে ভারছেন পরিবারসহ এলাকাবাসী।

পরিবার সূত্রে জানা যায় গত এক বছর আগে রুমানা ও শারমিনের মা বিষ পান করে মারা যায় ও নিহত মরিয়মের মা মেয়েকে রেখে অন্যত্র চলে যান। তারপর থেকেই বাবা ও দাদি লাল পালন করেন। গত কাল ১১ এপ্রিল বৃহস্পতিবার দাদির সাথে বেড়াতে পায়রা বন্দর জিয়া কলোনিতে গিয়েছিল।

আজ বেলা ১২:৩০ মিনিটের দিকে দুই ভাই বোন এক সাথে গোসল করতে গেলে প্রথমে শারমিন পরে গেলে শারমিনকে উঠানোর জন্য রোমান পুকুরে নামলে দুজনে একসাথে মারা যায়। পরে মরিয়ম খুঁজতে এসে দুজনকে ভাসতে দেখে তাদেরকে উঠানোর জন্য পুকুরে নামলে মরিয়ম উঠতে না পারায় সেও মারা যায়। পরে এলার একলোক তাদেরকে ভাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com