বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৫:১২ অপরাহ্ন

কলাপাড়ায় জাল টাকাসহ আটক-১

মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় জাল টাকা সহ মো.হাবিবুর রহমান (৫২) নামে একজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর ২ টার দিকে পৌরশহরের লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৬ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। সে পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমনি গ্রামের মোতালেব মোল্লার ছেলে ।

কলাপাড়া থানার পুলিশ-উপপরিদর্শক মো.জহুরুল ইসলাম জানান, প্রতারক হাবিবুর রহমানের ভাষ্যানুযায়ী সে পুরান ঢাকার একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করে আসছেন। সোমবার দুপুরে লঞ্চঘাট এলাকায় একরামুল কফি হাউসে সে কেনাকাটা করতে গিয়ে কফিহাউসের মালিককে ১ হাজার টাকার একটি জাল নোট দেয় । বিষয়টি কফি হাউসের মালিক বুঝতে পেরে জাল টাকাটি পরিবর্তন করে দিতে বলেন।

এসময় প্রতারক হাবিবুর রহমানের গতিবিধি সন্দেহজনক হলে কফি হাউসের মালিক পুলিশে খবর দেয়। পরে পুলিশ তার কাছ থেকে ৪০ টি ১ হাজার টাকার এবং ১৩ টি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে। তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী আনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com