মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

কলাপাড়ায় ঘূর্নিঝড় মিধিলির তান্ডবে কৃষিখাতে ব্যাপক ক্ষতি, বিধ্বস্ত ঘর বাড়ি

মোঃ তৌহিদুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় মিধিল’র প্রভাবে আমন ও রবিশষ্য ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা। গতকাল বিকালে ঘূর্নিঝড় মিধিলি উপকূল অতিক্রমের সময় এ তান্ডব চালায়।

এ দিকে দমকা ঝড়ো বাতাসে উপজেলার ১২টি ইউনিয়ন ও দুই পৌর এলাকায় ব্যাপক গাছপালা ভেঙে পড়েছে। বৃহম্পতিবার রাত থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হছে জনসাধারণকে। বিদ্যুতর কারণে বাসা বাড়িতে পানি না থাকায় কষ্টে ছিল মানুষ। বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আমন ধান ক্ষেত লন্ডভন্ড হয়ে গেছে। এতে ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান কৃষকরা।

উপজেলা প্রশাসনের তথ্য মতে, ২ বসতবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত ৬টি বসত বাড়ি। এছাড়া ৩ হাজার ৭০০ শত হেক্টর রোপা আমন ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়েছে ও সবজি ৩২০, তরমুজ ৫, মরিচ ১২, খেসারী ৬৫০, ফেলন ১০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।

এতে বড় লোকসানের মুখে পড়েছে মৌসুমি সবজি চাষীরা। প্রান্তিক ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৭৭১২জন। অপর দিকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে গতকাল পায়রা বন্দরের বয়ার বাহিরে ১২ জেলেসহ একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে ৪ জেলেকে উদ্ধার করা হলেও ৪ জেলে এখনো নিখোঁজ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com