রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

কলাপাড়ায় কলেজ শিক্ষার্থীর যুগান্ত লাস উদ্ধার

মো. তৌহিদুল ইসলাম, কলাপাড়া-কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি ।।

পটুয়াখালীর কলাপাড়ায় হালিমা জান্নাত মালিহা (২৪) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের মুসলিমপাড়া এলাকার মামার বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী হালিমা জান্নাত (মালিহা) মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। সে কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ বিএ (পাস কোর্স) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে পার্শ্ববর্তী উপজেলার আমতলীর বাসিন্দা শাহাজাদা হাওলাদার এর ছেলে আল হাদী মোহাম্মদ আবির এর সাথে হালিমার বিবাহ হয়। এরপর লেখাপড়ার সুবাদে কলাপাড়া পৌর শহরের তার মামা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মহিউদ্দিন মিলন তালুকদার এর বাসায় থাকত। আজ সন্ধ্যার পর থেকে ওই শিক্ষার্থীর রুমের দরজা বন্ধ ছিল। এতে তার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় গিয়ে ডাকাডাকি করে আত্মীয় স্বজনেরা। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দরজা ভেঙ্গে পুলিশ লাশ উদ্ধার করে।

এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ এর সাথে কথাবললে সে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com