বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি:: কলাপাড়া উপজেলার মহিনপুর-আলিপুর ব্রিজের, আলিপুর মৎস্য বাজার ব্রিজের ঢালে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান চালায় কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও মহিপুর থানা পুলিশ।
রবিবার (৪ জুন) সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এই অভিযান চালায়।
অভিযানে ব্রিজের ঢালে দুই পাশে অবৈধ দোকান, গাড়ির টিকিট কাউন্টার, মোটরসাইকেল চালকদের ছাউনী, মাহিন্দ্রা চালকদের অবৈধ স্ট্যান্ড ব্রিজের ঢাল থেকে সরিয়ে জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত করে দেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, যত্রতত্র চালকরা গাড়ি স্ট্যান্ড তৈরি করে ব্রিজের উপর যান চলাচলে বিঘ্ন ঘটায়, য়খন তখন ঘটছে দূর্ঘটনা। এখানে স্ট্যান্ড তৈরী করায় জনসাধারণ চলাচল করতে পারছে না। ব্রিজের ঢালে অবৈধভাবে দোকান গড়ে ওঠায় দোকান গুলি ভেঙ্গে ঐ স্থানে রাখা গাড়ি গুলি সরিয়ে দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন মহিপুর বন্দর সমিতির সাধারণ সম্পাদক, গাড়ি স্থান সমিতির সুপারভাইজার।
উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে বলেন, আর এখানে যেন কোন গাড়ির স্ট্যান্ড ও অবৈধ স্থাপনা তৈরি না হয়। তৈরি হলে সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মহিপুর বন্দর সমিতির সাধারণ সম্পাদক ও গাড়ি স্ট্যান্ডের সুপারভাইজার আশ্বাস দেন যে, আমরা আপনাকে সর্বত্র সহযোগিতা করব।