রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

কলম্বিয়াকে কাঁদিয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়

নবম শিরোপা জয়ের পর ব্রাজিলের উদযাপন। ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক:: নারী কোপা আমেরিকায় প্রথমবারের মতো শিরোপা ছোঁয়া হলো না কলম্বিয়ার। রোমাঞ্চে ঠাসা এক ফাইনালে শেষ হাসি হেসেছে ব্রাজিল। গোলবন্যার পর নাটকীয় টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে টানা পঞ্চম এবং মোট নবমবারের মতো শিরোপা ঘরে তুলেছে সেলেসাও মেয়েরা।

রোববার (৩ আগস্ট) নারী কোপা আমেরিকার ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় ৪-৪ গোলে সমতা হয় ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে। এরপর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত করে লা ক্যানারিনহারা।

এই টুর্নামেন্ট প্রায় একচেটিয়াভাবে নিজেদের দখলে রেখেছে ব্রাজিল। ১০টি আসরের মধ্যে এবারই নবমবারের মতো চ্যাম্পিয়ন তারা। ২০০৬ ছাড়া বাকি প্রতিটি আসরেই শিরোপা উঠেছে ব্রাজিলের ঘরে। তবে এবার ফাইনালে তাদের পথ মোটেই সহজ ছিল না। কলম্বিয়া লড়াই করেছে সমানে সমান, বারবার এগিয়ে গিয়েও হার মানতে হয়েছে টাইব্রেকারের ভাগ্যে।

২৫তম মিনিটে লিন্দা কাইসেদোর গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ছয় গজ দূর থেকে রমিজের পাসটি দারুণভাবে কাজে লাগান তিনি।

প্রথমার্ধের যোগ করা সময়ে কলম্বিয়ান ডিফেন্ডার ক্যারাবালির অপ্রয়োজনীয় ফাউলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পটকিক থেকে গোল করে সমতায় ফেরান মিডফিল্ডার অ্যাঞ্জেলিনা।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল পিছিয়ে পড়ে আত্মঘাতী গোলে ৬৯তম মিনিটে ডিফেন্ডার তারকিয়ান গোলরক্ষকের সঙ্গে ভুল বোঝাবুঝিতে নিজ জালেই বল পাঠান। ৮০ মিনিটে আক্রমণে উঠে ম্যাচে ফেরে ব্রাজিল। জিওভানার ক্রস বুকে নিয়ন্ত্রণ নিয়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোল করেন আমান্দা গুতিয়েরেস। ৮৮ মিনিটে আবার লিড নেয় কলম্বিয়া, রমিজের গোল সুনির্দিষ্ট পাসিং আর বোঝাপড়ার ফসল। কিন্তু আবারও ম্যাচে ফিরে আসে ব্রাজিল, এবার বক্সের বাইরে থেকে মার্তার জোরালো শটে।

অতিরিক্ত সময়ের শুরুতে মার্তার হেডে এগিয়ে যায় ব্রাজিল অ্যাঞ্জেলিনার ক্রস কাজে লাগিয়ে গোল করেন তিনি। তবে ১১৫ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে কলম্বিয়াকে সমতায় ফেরান লেইসি সান্তোস।

টাইব্রেকারের প্রথম দুই শটে এগিয়ে যায় কলম্বিয়া, ব্রাজিল একটি মিস করে। তৃতীয় শটে সমতা ফেরায় সেলেসাওরা। চতুর্থ শটে এগিয়ে যায় ব্রাজিল, পঞ্চম শটে মার্তা মিস করলেও কাইসেদো সফল থাকেন। ষষ্ঠ রাউন্ডে উভয় দল সফল হয়। কিন্তু সপ্তম শটে ব্রাজিলের লুয়ানি জালে পাঠালেও কলম্বিয়ার ক্যারাবালি ব্যর্থ হলে শিরোপা নিশ্চিত হয় ব্রাজিলের।

নারী কোপা আমেরিকার ইতিহাসে ১০ আসরের মধ্যে ৯টিতেই চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১০ সাল থেকে এখন পর্যন্ত টানা পাঁচবার তারা শিরোপা ধরে রেখেছে। ফাইনালের উত্তেজনা, মার্তার জোড়া গোল, কাইসেদোর চমক সব মিলিয়ে এক ঐতিহাসিক ম্যাচ উপহার দিল দুই দল। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞতা আর দৃঢ়তায় শিরোপা ফিরল চেনা গন্তব্যে ব্রাজিলের ঘরে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com