শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

কলকাতায় সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে অপুর সিনেমা

বিনোদন প্রতিবেদক:: ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনীত ওপার বাংলার সিনেমা ‘আজকের শর্টকাট’ মুক্তি পাচ্ছে। আগামী সেপ্টেম্বরে সিনেমাটি কলকাতায় মুক্তি পাবে।

জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল।

সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, “অনেকদিন আগে ‘আজকের শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছি। অবশেষে মুক্তি পাচ্ছে আগামী সেপ্টেম্বরে। সিনেমার গল্পে বাংলাদেশের একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সবকিছু মিলিয়ে দারুণ একটা কিছু হবে বলে আমার বিশ্বাস।”

এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com